প্রাণে দাহ আছে, দাহ আছে নীলে

পোড়া মেঘের ছাইয়ে নীল ভরে গেলে

আগুনের আঁচ টের পাওয়া যায় পাড়াগাঁয়ে;

নিম, আকন্দ, জারুল পাতার রূপ

যেন পোড়া ভিটায় ন্যুব্জ প্রৌঢ়ের মুখ।

আজকের দাহ সময়ের দাহ

দূর নদী রেখায় চোখ রাখ

চেয়ে দেখ প্রাণের আহবান আছে ঘাসের ডগায়

তিরোহিত হেমন্তের পর শিশিরে যদি সখ্যতা না হয়!

যদি সন্ন্যাসী মাঘে নিতে হয় অকাল বিদায়

পত্রঝরা বনে পাতায় পাতায় তার ভয়।

আজ দহন শোভন কাল

শূন্য নীড়ে পড়ে আছে খড়-কুটো, ডাল,

বিদায় বললেই কি সব ইতি হয়?

পড়ে থাকে বুকের পালক স্মৃতিময়।

মাসুম আকতারের আরও কবিতা-
১) উপদ্রুত স্বদেশ
২) বরষণ মন