কেবল ঘুম আর বিশ্রাম নেওয়া কাম্য নয়
অবসরে দিন কাটানো মুখ্য নয়,
স্রষ্টার সৃষ্টির দিকেও নজর দিতে হবে
তাঁর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরও যত্ন নিতে হবে,
এ পৃথিবীর আকাশ-বাতাস ও ঝরনা ধারা
দৃষ্টি যায় আরও দূরে সাগর-সমুদ্র, পাহাড় ও নদীনালা,
কী সুন্দর তাঁর সৃষ্টি!
কী মনোমুগ্ধকর তাঁর আঁকা চিত্র!
হে আকাশ, আমাকে শেখাও
কীভাবে উদার হতে হবে?
হে বাতাস, আমাকে শেখাও
কীভাবে জীবন গতিতে বয়ে চলতে হবে?
হে নদী, আমাকে শেখাও
কীভাবে সুখ-দুঃখে ধৈর্য্য ধরতে হবে?
হে পাহাড়, আমাকে শেখাও
কীভাবে দৃঢ় বিশ্বাসে অটল থাকতে হবে?
হে সমুদ্র, আমি তো জানি
তুমি-ই সেরা,
তোমার কাছে শিক্ষা পেয়ে সামনে এগিয়ে যাই
জীবন-যুদ্ধে লড়াই করার সাহস আমি পাই,
স্রষ্টার প্রতিটি সৃষ্টি-ই আমাদের জন্য অনুপ্রেরণা
যা আমাদের দিয়ে থাকে শক্তি, সাহস ও চেতনা।